সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর হাতে দ্বিতীয় স্ত্রী খুন, স্বামী আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর হাতে দ্বিতীয় স্ত্রী খুন, স্বামী আটক

সুনামগঞ্জের পৌর শহরের নবীনগর এলাকায় পরকীয়ার জেরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। স্বামীর নাম রহমত আলী। তিনি সদর উপজেলার বেরীগাও গ্রামের আব্দুল মনাফের ছেলে।

বৃহস্পতিবার (২ মে) সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। 


বিজ্ঞাপন


দুপুরে সংবাদ সম্মেলন হত্যাকাণ্ডের সঙ্গে রহমত আলীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আদালতে প্রেরণ করা হয়। 

পুলিশ জানায়, এক বছর আগে নিহত সোমা আক্তারের সাথে আসামি রহমত আরীর প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় এবং এটি আসামির দ্বিতীয় বিবাহ। বিবাহের ৩/৪ পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। এবং সুমা আক্তার পরকীয়ায় জড়ায়। এ ঘটনা জানতে পেরে গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রীকে আসামি রহমত বেড়ানোর কথা বলে হালুয়ারঘাট নদীর পাড়ে নিয়ে লোহার  রড ও ধারালো ছুড়ি দিয়ে তাকে হত্যার করে।

আরও পড়ুন

৭ বছরের পরকীয়া, অতঃপর ধর্ষণের অভিযোগে মামলা!

ঘটনার খবর পেয়ে আজ ভোর রাতে পুলিম তাকে আটক করে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ জানান রাতভর অভিযান করে আসামিকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি সে স্বীকার করেছে। তাকে আদালত পাঠানো হয়েছে। এবং একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর