নাটোরের লালপুরে সোহাগ আলী (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে মোছা. টুম্পা খাতুন (২৯) নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় গত শুক্রবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগী ওই গৃহবধূ লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত সোহাগ আলী উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৭ বছর ধরে অভিযুক্ত যুবক সোহাগ আলীর সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। ওই যুবক বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওই যুবক গৃহবধূকে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এঘটনা এলাকায় জানাজানি হলে যুবক গৃহবধূকে বিয়ে করতে অস্বীকার জানান।
অভিযুক্ত সোহাগ আলী বলেন, সাত বছর আগে আমাদের দুইজনের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্য মাঝে মধ্য কথা-বার্তা চলতো। একদিন আমি তাদের বাড়িতে মোবাইল মেরামত করতে যাই। এসময় স্থানীয়রা আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।
বিজ্ঞাপন
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/জেবি

