সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ০১ মে ২০২৪, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে হালিমা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

মৃত হালিমা খাতুন সারটিয়া কলেজ পাড়া গ্রামের শাহ আলমের মেয়ে ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

এ বিষয়ে বুধবার (১ মে) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

আরও পড়ুন: ‘আমাকে শেষ বারের মতো দেখতে নদীর জলে খুঁজো’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, কয়েক দিন ধরে হালিমা মোবাইল কিনে দেওয়ার জন্য মা-বাবাকে বারবার তাগিদ দিয়েছিল। মোবাইল না কিনে দেওয়ায় দু’দিন ধরে খাওয়া-দাওয়া বাদ দেয় সে। পরে ঘটনার দিন রাতে অভিমান করে হালিমা তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন