বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বোচাগঞ্জে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

বোচাগঞ্জে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১০

শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আহতের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলাবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে বোচাগঞ্জ থানা পুলিশ মামলায় ১০ জনকে গ্রেফতার করে দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এ ঘটনার আসামিদের গ্রেফতার করে থানায় আনা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চয়ন চন্দ্র রায় (২৫), মিঠুন চন্দ্র রায় (২৭) অনিক রায় (২০) লিখন রায় (৩০) আপন রায় (২৫) বিলাশ চন্দ্র রায় (৬০) রাজ কুমার (৫৬) জগদীশ রায় (২৬) পংকজ রায় (৩০) মংলু রায় (৪৫) সুর্য রায় (২০) মহেশ রায় (২১)।

এছাড়াও অজ্ঞাত ৬০/৬৫ জন। একজন ছাড়া সকল অভিযুক্তদের বাড়ি বোচাগঞ্জ উপজেলায়।

উল্লেখ্য, গত সোমবার (২৯ এপ্রিল) সকাল আনুমিক ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের স্কুল শিক্ষিকা পাশ্ববর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক্টরের হেলপার তাকে অশ্লীলভাষায় কথা বলে উত্যক্ত করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঠিকাদারের লোককে পেটানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

এই ঘটনা জানাজানি হওয়ার পর ট্রাক্টরের মালিক পাশ্ববর্তী কাহারোল থানার চামদুয়ারি গ্রামের মো. জিয়ারুল ইসলামকে মোবাইলে ফোন করে ইশানিয়া এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে আনা হয়। সেখানে তাকে আটকে রেখে ওই শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাতাড়ি মারধর করে। বোচাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইতে উত্তেজিত জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে পুলিশভ্যান ভাঙচুর করে ও ড্রাইভার মো. মোস্তাছিন আলম তুহিনকে গাড়িসহ পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এতে পুলিশের ড্রাইভার ও ট্রাক্টর মালিক জিয়ারুল গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাছিনকে দিনাজপুরে প্রেরণ করে।

উক্ত ঘটনায় ওইদিন রাতেই বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

বোচাগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক রাসেল জানান, কোনো নিরপরাধ ব্যক্তিকে পুলিশ হয়রানি করবে না। তবে যারা ঘটনার সাথে জড়িত তদন্ত ও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর