নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলছেন, ভোটারদের ভোট দেওয়ার প্রবণতা ও পরিবেশ তৈরি হয়েছে। সেটি আরও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টি করার আহবান জানিয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলাও আক্রমণের শিকার হলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি।
ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচনটি অনেক সুন্দর এবং জনগণের প্রত্যাশামতো হয়েছে।
এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী বিভিন্ন প্রার্থী সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি