সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর: ইসি রাশেদা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই সকলের সমন্বয়ে আগামি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর।

রোববার (২৮ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


রাশেদা সুলতানা বলেন, মানুষ ভোট দিতে যেমন আগ্রহী, তেমনি নির্বাচন কমিশনারও ভোটারদের ভোট দিতে সুষ্ঠ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপর্ণ ভূমিকা পালন করছেন। ভোটের পরিবেশ ভালো থাকায় ভোটার উপস্থিতি বাড়বে।

এছাড়া একই সঙ্গে তিনি পুলিশ সুপার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

আরও পড়ুন

উপজেলা পরিষদ নির্বাচন হবে শতভাগ প্রভাবমুক্ত: ইসি আহসান হাবিব

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতাল্লিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমশিনার (ভূমি) এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর