মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপজেলা পরিষদ নির্বাচন হবে শতভাগ প্রভাবমুক্ত: ইসি আহসান হাবিব

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

উপজেলা পরিষদ নির্বাচন হবে শতভাগ প্রভাবমুক্ত: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। এখানে কোনো প্রার্থীর বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধানসহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্বন করছেন। কোথাও কোনো অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।


বিজ্ঞাপন


ইসি আহসান হাবিব বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরও কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন। নির্বাচন সংশ্লিষ্ট কারো কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বিকেলে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো আহসান হাবিব খান।

এসময় বক্তব্য দেন বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।

জানা গেছে, প্রথম ধাপে জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী তিন উপজেলায় ইভিএমর মাধ্যমে আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর