সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।


বিজ্ঞাপন


ovijan-3

সুমাইয়া মমিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের দু’টি পয়েন্টে চারশো মিটার ফুটপাতে অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপদের জমি দখলে নিয়ে এসব স্থাপনা গড়ে তোলা হয়। অভিযানে সড়ক ও জনপথ এবং মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসন, সড়ক ও জনপদ এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর