বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম

শেয়ার করুন:

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ

অতি তীব্র দাবদাহে অতিষ্ঠ পাবনার জনজীবন। একদিকে জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ অপরদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাতে।

 এমন অবস্থার পরিত্রাণ পেতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পাবনা আলিয়া মাদরাসার সাবেক‌ শিক্ষক এডওয়ার্ড কলেজ জামে মসজিদের তাফসিরকারক মাওলানা হাফেজ সফি উল্লাহ।

তীব্র রোদের মধ্যে নামাজে অংশগ্রহণ করেন সব শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।

আরও পড়ুন

বৃষ্টির জন্য নামাজের সময় কাঁদলেন তেঁতুলিয়ার মুসল্লিরা


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর