মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কাটিগ্রম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে সানোয়ার হোসেন (৪৫)।

আরও পড়ুন 

লালমনিরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জাগীরের কাঁচা বাজারের আড়ত থেকে নিহত দুই ব্যক্তি সবজি ক্রয় করে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তাদের ভ্যান গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডমুখী কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন তারা।


বিজ্ঞাপন


গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ্র বসু বলেন, ঘটনাস্থল থেকে দুই সবজি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর