লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আরোহী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের করলাটারী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এসএম আরিফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন, ওই উপজেলার বুড়িমারী বাজার এলাকার শাহীন মিয়া (৪২)। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- একই এলাকার আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম উলু (৪০) এবং মৃত খলিলুর রহমানের ছেলে রফিক মিয়া (৪৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বুড়িমারী থেকে পাথর বোঝাই একটি ট্রাক বুড়িমারী থেকে লালমনিরহাটের দিকে আসছিল এবং মোটরসাইকেলযোগে শাহীন, রবিউল এবং রফিক পাটগ্রাম থেকে বুড়িমারী আসছিলেন। এ সময় করলাটারী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে শাহীন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রবিউল ও রফিক গুরুতর আহত হলে তাদের প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুল্লাহ বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস