শনিবার, ১৮ মে, ২০২৪, ঢাকা

মাগুরায় বৃষ্টির জন্য নামাজ

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

মাগুরায় বৃষ্টির জন্য নামাজ

মাগুরা শ্রীপুর উপজেলায় খামারপাড়া সিদ্দিকিয়া আহম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য (সালাতুল ইসতিসকার) নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এ নামাজের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

মাগুরায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে জেলার সাধারণ মানুষকে। তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। 

মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকদের। হাসপাতালে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা। 

আরও পড়ুন: রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়


বিজ্ঞাপন


এ সালাতুল ইসতিসকায় ইমামতি করেন খামার পাড়া বাজার জামে মসজিদের ইমাম কাজী আবু হাসান। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী। 

এ বিষয়ে খামার পাড়ার স্থানীয় বাসিন্দা মোহম্মদ সাইফুল্লাহ বলেন, ধর্মমতে এ নামাজকে সালাতুল ইসতিসকার বলা হয়। এই নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর