শনিবার, ১৮ মে, ২০২৪, ঢাকা

গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই নামাজ আদায় করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শরীয়তপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। তখন আল্লাহর কাছে এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  


বিজ্ঞাপন


এ বিষয়ে মাওলানা আব্দুস সালাম নাটোরী বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানি আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। এ বিষয়ে আল্লাহর কাছে চাওয়া সুন্নত। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর