গাইবান্ধা শহরে মুক্তভাবে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর ও বিড়ালের খাবার যোগান দিচ্ছে একদল শিক্ষার্থী। ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এসব প্রাণীর খাবার দেয় তারা।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অনাহারে থাকা কুকুর-বিড়ালদের খাবার দিতে দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যশোরে শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে গ্লাভস পরিহিত সংগঠনটির কর্মীদের খাবার নিয়ে বিভিন্ন স্থানে ছুটতে দেখা গেছে। ক্ষুধার্ত বিড়াল-কুকুর দেখলেই মাতৃস্নেহে এদেরকে খাবার দেন তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন - ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, সংগঠনের সদস্য রেজওয়ান, পুষ্পিতা রায়, পূজা সরকার, নাফিজা নিয়ান, বৃষ্টি ইসলাম, মাহিদ, অন্তর, মাহিন, জিসান, খায়রুল, বিশাল, জাকির, হাবিবুর, লতা রায়সহ আরও অনেকে।
আরও পড়ুন: টিফিনের টাকা বাঁচিয়ে চারশ মানুষের মাঝে খাবার বিতরণ
বিজ্ঞাপন
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, এসব প্রাণীরও অধিকার আছে। সেই দিক থেকে বিবেচনা করে প্রাণিগুলোর খাবার হিসেবে বিস্কুট ও পাউরুটি দেওয়া হয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে পশুপাখির সঙ্গে মানবিক আচরণ করার বিষয়ে সচেতন করা হয় বলে জানান তিনি।
প্রতিনিধি/ এমইউ