সোমবার, ১৩ মে, ২০২৪, ঢাকা

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার)
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

ঢাকার সাভারে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনসহ নানান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তাদের পরিবার, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার সামনের শহীদ বেদির সামনে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

এ সময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাক শিল্পে শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দাবি করে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক সংগঠনগুলো।

রানা প্লাজা দুর্ঘটনার ১১ বছরেও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: কেএনএফ সদস্য সন্দেহে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার!


বিজ্ঞাপন


এতে উপস্থিত ছিলেন - বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ আরও অনেকে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর