মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ বাসকে জরিমানা 

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ বাসকে জরিমানা 

পবিত্র ঈদুল ফিতরকে পুঁজি করে বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে শরীয়তপুর-ঢাকা রুটের বাস শরীয়তপুর সুপার সার্ভিস। এ ধরনের দু’টি বাসকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের মাঝিরহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জাপার সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদকে পুঁজি করে বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। শরীয়তপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছে এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন।  

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: পাবনায় ৩ ইটভাটায় জরিমানা


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসের দু’টি বাসে ৯ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর