বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ঢাকা

পাবনায় ৩ ইটভাটায় জরিমানা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

পাবনায় ৩ ইটভাটায় জরিমানা

পাবনা সদরের চর আশুতোষপুর এলাকায় অবৈধভাবে সনাতন পদ্ধতিতে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হকের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এসময় মোবাইল কোর্টে মেসার্স এসআরএম ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩০ হাজার টাকা এবং মেসার্স এসআরবি ব্রিকসকে ৪০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া ইটভাটা তিনটির ড্রাম চিমনী ভেঙে দেয়া হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে দেওয়া হয়।

এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


এ সময় পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর