মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ঢাকা

নববর্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

নববর্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা 

বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৌলভীবাজারে প্রাণের ছোঁয়ায় বর্ষবরণ

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রাটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

মঙ্গল শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি-সেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

শোভাযাত্রায় শিশু ও কিশোর-কিশোরীরা বৈশাখী সাজে সেজে অংশ নেয়। পরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পান্তা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৫০০ পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিলো ফেসবুক গ্রুপ নলছিটি পরিবার

এ সময় উপস্থিত ছিলেন - পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ ও বীর মুক্তিযোদ্ধারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর