পটুয়াখালীর গলাচিপায় স্বাভাবিক প্রক্রিয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে আছিয়া বেগম (২২) নামের এক গৃহবধূ।
বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌরাস্তায় নাঈমা কবির ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে সন্তানদের জন্ম দেন ওই নারী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার
বিষয়টি নিশ্চিত করে ডা. নাঈমা কবির বলেন, বর্তমানে মা ও তিন ছেলে শিশুর সবাই সুস্থ আছে।
আছিয়া বেগম রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. রাজীব হাওলাদারের স্ত্রী। ওই তিন সন্তানের জন্মের সময় গলাচিপা চৌরাস্তা এলাকার বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী পারভীন বেগম প্রসূতিকে এক ব্যাগ রক্ত দেন।
বিজ্ঞাপন
রাজীব হাওলাদার বলেন, আমর স্ত্রীকে আল্ট্রাসনোগ্রাম করে দেখি তার পেটে তিনটি সন্তান। এটা দেখে আমরা তাকে ক্লিনিকে ভর্তি করি। আল্লাহর রহমতে স্বাভাবিক প্রক্রিয়ায় তার তিন সন্তানের জন্ম হয়।
প্রতিনিধি/ এমইউ