সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবারই প্রথম চালু হলো অপারেশন থিয়েটার।
সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সের অপারেশন থিয়েটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘সরকারি হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক’
পরে উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
সিজারিয়ানের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি পিংকি রানী সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা সুদ্বীপ সরকার ও শারমিন আক্তার মিতু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেতনভাতা বৃদ্ধির দাবিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এই প্রথম অপারেশন থিয়েটার চালু হয়েছে। এত দিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলার রোগীরা এখন স্বল্পমূল্যে হাতের নাগালে চিকিৎসা সেবা পাবেন।
প্রতিনিধি/ এমইউ

