ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় কিরণ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
নিহত কিরণ নরসিংদী জেলার বেলাবোর জলিল মিয়ার ছেলে।
খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মুরগী পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত এবং দু’জন আহত হন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিনিধি/ এমইউ