সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও।

নিহত পথচারীর নাম মো. ইব্রাহিম (৬০)। তিনি গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামের হাবু শিকদারের ছেলে। 


বিজ্ঞাপন


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পথচারী ইব্রাহীম। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে সেটি পথচারী ইব্রাহিমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। আহত হন মোটরসাইকেলচালক মাহবুব। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির মো. হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ ঘটনাস্থলে আছে। আহত মোটরসাইকেলচালককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটিকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর