চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার বৃদ্ধ নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী জোড়া খুনের ঘটনার ১৮ মাসের মাথায় আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৬) একই গ্রামের পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৭) ও মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৫)।
এছাড়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন আসাননগর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৫)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় আসামিদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
আলমডাঙ্গা থানা পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ৪ জনকে গ্রেফতার করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
প্রতিনিধি/এসএস