শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

আগরতলায় সার্ভারে ত্রুটি

সাড়ে ৪ ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

সাড়ে ৪ ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয়। বন্ধের সময়ে বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন।


বিজ্ঞাপন


আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক বলেন, সকাল সোয়া ৮টা থেকে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশের পর বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।

আরও পড়ুন

মিয়ানমারে শান্ত পরিস্থিতি, টেকনাফে স্থলবন্দরে ভিড়ছে পণ্যবাহী জাহাজ

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শুধুমাত্র বিমানের টিকিটধারী যাত্রীদের পারাপারে সম্মত হয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরবর্তীতে সার্ভারের ত্রুটি সারানোর পর দুপুর পৌনে ১টা থেকে যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর