শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

আগামীকাল খাগড়াছড়িতে বৈসাবি মেলা শুরু 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

আগামীকাল খাগড়াছড়িতে বৈসাবি মেলা শুরু 

খাগড়াছড়িতে আগামীকাল (১লা এপ্রিল) থেকে সবুজ পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু (বৈসাবি) ঘিরে পাহাড়িদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী নিয়ে মেলা শুরু হচ্ছে। বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে শহরের নিউজিল্যান্ড এলাকা সড়কের মুখে এ মেলা অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এ মেলা উদ্বোধন করবেন। ১লা এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বারো দিন ব্যাপী এ মেলায় পাহাড়ের রকমারি পণ্য, খাবার, ঐতিহ্যবাহী বলি খেলাধুলা, জলকেলী (পানি খেলা), মেলা চলাকালীন সাংস্কৃতিক সন্ধ্যা ও আকর্ষণীয় লটারির আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঈদ উপলক্ষে বউ বাজারে বেচাকেনা জমজমাট

মেলায় আসা শিশুদের বাড়তি বিনোদনের জন্য এ মেলায় রাখা হচ্ছে নাগরদোলা ও রেলগাড়ি। এছাড়া ৬৮টি স্টলে বিভিন্ন পণ্য নিয়ে থাকবেন স্থানীয় তরুণ উদ্যোক্তারা।

আরও পড়ুন: বরিশালে দোল উৎসবে মাতলো তরুণ-তরুণীরা

বৈসাবি মেলা উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর তালুকদার জানান, খাগড়াছড়ি বৈ-সা-বি উদযাপন কমিটির আয়োজনে সংস্কৃতি ও ঐহিত্যকে তুলে ধরে পাহাড়ের পণ্য সামগ্রীর মেলার আয়োজন করা হয়েছে। যেখানে পাহাড়কে সকলের মাঝে উপস্থাপনের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর