ভোলার চরফ্যাশনে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জিয়া উদ্দিন রনি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার খালাতো ভাই তকি আহমেদ (১৫)। বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২২ মার্চ) রাতে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জিয়া উদ্দিন রনি ওমরপুর ইউনিয়নের আব্দুল কাদের মিয়ার ছেলে এবং আহত তকি আহমেদ একই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রনির স্ত্রীর কোল জুড়ে এক নবজাতক ভূমিষ্ঠ হয়। রনি ফোনে জানতে পারে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। সেই খবরে চরফ্যাশন বাজার থেকে মিষ্টি কিনে খালাতো ভাই তকিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। মোটরসাইকেলটি ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তকিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ছেলে ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। মৃত রনির পরিবার এই ঘটনায় কোনো অভিযোগ করেননি। তারা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমএইচএম