কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল, তার স্ত্রী ও দুই সন্তানসহ আটজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজিজুল হক।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি ট্রলারে করে ২০-২২ জন মেঘনা নদীতে ঘুরতে যান। এরপর সন্ধ্যার কিছুক্ষণ আগে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ওই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ ঘটনায় নদীতে থাকা জেলেরা ট্রলারের এক নারী আরোহীর মরদেহ উদ্ধার করেন। এছাড়া কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী-সন্তানসহ অন্তত আটজন পানিতে ডুবে যান।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান, আটজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ডুবুরি দল খবর দেয়া হয়েছে। সকালে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হবে।
প্রতিনিধি/ এজে

