বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভিন রিনি (৩২) এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে হাসাপাতাল ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মারজিনা পারভিন রিনি শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নিহতের ভাই দোলন খান জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথা ব্যথা নিয়ে মারজিনা পারভিন রিনি শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনি ব্লাড প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনি শরীর আরও খারাপ হচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপক্ষে বলা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub