খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থানা পুলিশের চৌকস দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদকসেবী ও কারবারি মো. হানিফ ওরফে স্বপন মিয়াকে (২৮) আটক করেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে।
বিজ্ঞাপন
ইয়াবাসহ মাদক কারবারি মানিকছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া মৃত মো. রফিকুল ইসলামের ছেলে মো. হানিফ ওরফে মো. স্বপন মিয়া (২৮)।
মাদক বেচাকেনার গোপন সংবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের নির্দেশে মোবাইল টিমের উপ-পরিদর্শক (এস.আই) সুমন কান্তি দে ও পুলিশ সদস্যরা অভিযানে বের হন।
পুলিশ সূত্র জানায়, অভিযান চালিয়ে তার পকেট থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের সুপারের দিকনির্দেশনায় জনপদে মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার। এরই অংশ হিসেবে ৬০ পিস ইয়াবাসহ এক মাদকসেবী ও কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস