বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

২ বছর ধরে শিকলবন্দী নাজমা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ছোট্ট একটি টিনের ঘরের খুঁটির সঙ্গে দুই বছর ধরে শিকলবন্দী হয়ে আছেন মানসিক রোগী নাজমা আক্তার (৩৫)। ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্মে ওই ঘরের মেঝেতে খড়ের ওপর শুয়ে কিংবা ঘরের দরজার সামনে বসে দিন কাটছে তার। 

রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে একই ধরনের করুণ দৃশ্য দেখা গেছে। 


বিজ্ঞাপন


মানসিক ভারসাম্যহীন নাজমা সালতা গ্রামের বৃদ্ধ উমর আলী হাওলাদারের মেয়ে। তার স্বামী রহিম হাওলাদার তিন বছর আগে মারা গেছেন।

নাজমার মা মনোয়ারা বেগম জানান, সাত-আট বছর থেকে মানসিক রোগে আক্রান্ত হন নাজমা। তবে তিন বছর আগে তার স্বামী রহিম হাওলাদারের মৃত্যুর পরপরই মানসিক রোগ চরম আকার ধারণ করে। তবে পরিবারের অস্বচ্ছলতার কারণে সুচিকিৎসা করাতে পারছেন না তার বৃদ্ধ বাবা। এর মধ্যে কবিরাজি চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি, তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা রিফাত সরদার জানান, পরিবারটি এতটাই অস্বচ্ছল যে নাজমার সুচিকিৎসা করানোর মতো সক্ষমতা তাদের নেই। এছাড়া পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি রয়েছেন তার বয়সও ষাটোর্ধ্ব। তার ওপরই সাত সদস্যের ভরণ-পোষণের দায়িত্ব। তাই এ পরিবারের পাশে রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর