রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের ট্যাংক থেকে ৭ কেজি রূপার গহনা উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় একটি মোটরসাইকেল দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে তাকে থামতে সংকেত দেওয়া হয়। তখন চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে ৭ কেজি ওজনের রূপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার করা রূপার গহনার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার করা রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর