লক্ষ্মীপুরের রামগতিতে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের লগো নকল করে এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। নকল বিড়ি বিক্রির সময় আকিজ বিড়ির প্রতিনিধির হাতে ধরা পড়লে প্রতিবাদ করায় প্রতারক চক্রের হামলার শিকার হন কোম্পানির জুনিয়র এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম। এঘটনায় অভিযুক্ত শাহাজান নামের এক নকল বিড়ি বিক্রয়কারীকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।
হামলার ঘটনায় প্রতিকার চেয়ে রামগতিতে মানববন্ধন করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে রাম দয়াল বাজারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধন গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাহান, খালেক, জসীমসহ একটি চক্র দীর্ঘদিন থেকে নকল বিড়ি বিক্রি করে আসছে। বিষয়টি আকিজ গ্রুপের আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের জুনিয়র এরিয়া ম্যানেজার রফিকুল ইসলামের নজরে এলে তিনি প্রতিবাদ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি দুপুরে প্রতারক চক্র তার ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তারা আরও বলেন, সরকার বিড়ি থেকে ব্যাপক রাজস্ব পাচ্ছে। কিন্তু একটি প্রতারক চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি করছে। এছাড়া আমাদের একজন কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করি।
বিজ্ঞাপন
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
জেবি