শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

নৌকা প্রতীকে শাহরিয়ার আলমের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

নৌকা প্রতীকে শাহরিয়ার আলমের সহজ জয়
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে সহজেই জয় পেয়েছেন একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। 

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, শাহরিয়ার আলম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ ভোট। কাঁচি প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেনুল হক পেয়েছেন ৭৩ হাজার ৬৫১ ভোট। অর্থাৎ ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে জিতেছেন শাহরিয়ার আলম।


বিজ্ঞাপন


আরও পড়ুন

 
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। 


বিজ্ঞাপন


এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারাদেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।
 
বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর