রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় উদ্ধার হওয়া ১৮টি হাতবোমা নিষ্ক্রিয় করল র‌্যাব

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরার উদ্ধার হওয়া ১৮টি হাতবোমা নিস্ক্রিয় করল র‌্যাব

সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে ১৮টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাত বোমাগুলো উদ্ধার করা হয়।

বোমা নিষ্ক্রিয় শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর খুলনার অধিনায়ক লে. কর্ণেল ফিরোজ কবির জানান, রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর শেখপাড়া মসজিদের পাশে পাকা রাস্তার ধার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে উক্ত বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব হেডকোয়াটারের নির্দেশে র‌্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিম উদ্ধার করা ১৮টি বোমা নিষ্ক্রিয় করেন।

Satkhira

বোমাগুলো অত্যান্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি বলে তিনি আরও জানান। বোমাগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন। এ ব্যাপারে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রেস ব্রিফিংকালে এ সময় আরও উপস্থিত ছিলেন, র‌্যার-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর