সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চিকিৎসকের গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

চিকিৎসকের গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় সুশান্ত চাকমা নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে পানছড়ির বাস স্ট্যান্ডের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সুশান্ত চাকমা পানছড়ির কোড়াবাড়ি এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষে করে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি আসছিলেন। পথে পানছড়ির বাস স্ট্যান্ডের পোড়াবাড়ি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে রাজেন্দ্র ত্রিপুরাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা মদপান করা অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ইতোপূর্বেও তিনি কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছিলেন।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম বলেন, এ ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর