শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দীঘিনালায় ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

দীঘিনালায় ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, এ ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হতে পারে। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি কেউ। দুর্গম এলাকা হওয়াতে প্রশাসনের তরফ থেকেও কিছু জানাতে পারছে না কেউ।

এদিকে এ ঘটনার জন্য একে অপরের উপর দোষ চাপানো চেষ্টাও দায় স্বীকার করেনি কোনো দল। এ ঘটনার জন্য জেএসএস সন্তু দল ও ইউপিডিএফ একে অপরকে দায়ী করছে। এ ঘটনায় ইউপিডিএফের দাবি, জেএসএস ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ সংগঠন অংগ্য মারমা জানান, এই রকম কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর