রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে অদূরে লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এর ফলে একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে গাজীপুরের বনখড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেন দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব ট্রেনে থাকা শত শত যাত্রী। দেখা দিয়েছে ট্রেনের সিডিউল বিপর্যয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া এলাকার ছিলাই বিলের পাশে পৌঁছলে দুর্বৃত্তদের কেটে রাখা রেললাইনের অংশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের সাতটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন গিয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

আরও পড়ুন

ঘন কুয়াশায় বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন লালমনিরহাট

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনের লাইনের অনেকটা অংশ কাটা। দেখেই মনে হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে এটি করা হয়েছে।


বিজ্ঞাপন


গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নাশকতাকারীরা রেললাইনের অন্তত ২০ ফুট অংশ কেটে নিয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন।

train-21

সরকার পতনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে গেলে মঞ্চ থেকে পরদিন সারাদেশে হরতাল পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর থেকেই টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে ১১ দফার অবরোধ চলছে। এই দফা অবরোধের শেষ দিন ভোরে গাজীপুরে রেললাইন কেটে দেওয়ার ঘটনা ঘটে। তবে অবরোধকারীরা না অন্য কেউ এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub