নীলফামারী ডোমার ফিলিং স্টেশনে রাখা ৪৮০, ৪৮৫ ও নিউহল্যান্ড টিটি-৫৫ মডেলের তিনটি ট্রাক্টর ইঞ্জিন আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডোমার ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন
পাম্প মালিক ফরহাদ জানিয়েছেন ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ট্রাক্টরেই পুড়ে গেছে। সিসি ক্যামেরাতেও তাই দেখা গেছে।
ট্রাক্টর মালিক আনজারুল ইসলাম জানান, গাড়িগুলো নিরাপত্তার জন্য পাম্পে রাখা হয়। কারণ এখানে রাতে পাহারাদার ও সিসি ক্যামেরা লাগানো থাকায় কোনো চিন্তা হয় না। গাড়ি বাড়িতে রাখলে মাঝে মধ্যে ব্যাটারি চুরি হওয়ায় ভয়ে পাম্পে রাখি। সন্ধ্যা ৬টার দিকে গাড়ি রেখে বাড়ি যাই, রাত সাড়ে তিনটার দিকে জানতে পারি গাড়িতে আগুন লেগেছে। আজকে আমার সব শেষ হয়ে গেল।
আব্দুল মালেক বলেন, আমার টিটি-৫৫ ইঞ্জিনটি কোম্পানি থেকে কিস্তিতে নেওয়া। বিভিন্ন এনজিও’র কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা লোন নিয়ে কোম্পানিতে দিয়ে অবশিষ্ট টাকা বাকি রেখে গাড়িটি নেই। এই গাড়ির ওপর আমার সংসার চলে। ইঞ্জিনটি পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম।
এ বিষয়ে পাহারাদার রতন ইসলাম বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাৎ করে পাম্পে রাখা একটি গাড়ির ইঞ্জিন চালু হয়। ইঞ্জিন চালুর সঙ্গে সঙ্গে ফায়ারিং হচ্ছে। আমি বন্ধ করতে না পারায় পাম্পে থাকা লিটন ও রাধা মোহনকে ডাকি। তারা সহকারে এসে দেখি ইঞ্জিনে আগুন জ্বলছে। আমরা অফিসের ভেতর থেকে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসি। তারপরও আগুন না কমায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ডোমার ট্রাক্টর মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবু জানান, সট সার্কিট হয়ে এভাবে কোনদিন ইঞ্জিনে আগুন লাগতে পারে না।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থান পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস