রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ইউপি নির্বাচনে ৩য় লিঙ্গের প্রার্থীর কাছে হেরে এবার এমপি মনোনয়নপত্র জমা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ এএম

শেয়ার করুন:

ইউপি নির্বাচনে ৩য় লিঙ্গের প্রার্থীর কাছে হেরে এবার এমপি মনোনয়নপত্র জমা

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরেছিলেন ঝিনাইদহের নজরুল ইসলাম সানা। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী হলেন ডা. মুরাদ হাসান

জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন নজরুল ইসলাম সানা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীক নিয়ে পেয়েছিলেন ৯ হাজার ৫৫৭ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম সানা পেয়েছিলেন ৪ হাজার ৫২৯ ভোট।

আরও পড়ুন: নাটোর চারটি আসনে নৌকার বিপক্ষে চাচা-ভাতিজাসহ ৪৩ প্রার্থী

এ ব্যাপারে জানতে নজরুল ইসলাম সানার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


বিজ্ঞাপন


কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম সানা নামের এক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর