বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

স্বতন্ত্র প্রার্থী হলেন ডা. মুরাদ হাসান

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

স্বতন্ত্র প্রার্থী হলেন ডা. মুরাদ হাসান

বহুল আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কান্ডে মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে সরিষাবাড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আক্তারের কাছে ডা. মুরাদ হাসানের পক্ষে মনোনয়ন জমা দেন সরিষবাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল শাখাওয়াতুল আলম মুকুল।  


বিজ্ঞাপন


পৌর কাউন্সিলর শাখাওয়াতুল আলম মুকুল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরিষাবাড়ি উপজেলার তৃণমূলের নেতা হচ্ছেন ডা. মুরাদ হাসান। এ জনপদের সাধারণ মানুষের একটাই দাবি তারা ডা. মুরাদ হাসানকে আবারও এমপি হিসেবে দেখতে চান। তাই ডা. মুরাদ হাসানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান তিনি।
 
এ বিষয়ে ডা. মুরাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা দলীয় মনোনয়ন পাননি তারা ডামি বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার উপর জনগণের যে প্রতাশ্যা তা পূরণ করতেই আমি নির্বাচন করার সিদ্বান্ত নিয়েছি। তাই এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর