শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিআইডি পরিচয়ে ইজিবাইক চুরি করত আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার রাজিব টোপামুধুপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে সাজু আহমদ পায়েল (৩১), রংপুর মহানগরীর হাজিরহাট দক্ষিণ বিন্নাটারী এলাকার আব্দুস ছামাদের ছেলে মিজানুর রহমান বাবু (৪০) ও একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে জলঢাকা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে ডালিয়া গামী রাস্তায় ডালিয়া ব্রিজ যাওয়ার কথা বলে চালককে একটি হোটেলে ভাত ও পান খাওয়ানোর পর তাকে অজ্ঞান করে তার ইজিবাইকটি চুরি করা হয়।  পরে ওই চালক জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য পায়েলকে গ্রেফতার করা হয়। পরে পায়েলের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মুক্তারুল আলম ঢাকা মেইলকে বলেন, গ্রেফতার ব্যক্তিরা অটোগাড়ি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। পায়েল জানিয়েছে সে সিআইডি কর্মকর্তা ছদ্মনাম ধারন এবং চেতনানাশক ওষুধ দিয়ে ইজিবাইক চালকদের অজ্ঞান করে নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দিনে ও রাতের বেলা ইজিবাইক, অটোরিকশা-ভ্যান চুরি করার পর বিভিন্ন জায়গার ভাঙাড়ি দোকানে বিক্রি করত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর