বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক, নির্বাচন যেন বানচাল না হয়’

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়নের বার্তা ও অনুদান প্রদান শীর্ষক অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল

বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক, নির্বাচন যেন বানচাল না হয়- সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে হরিপুর উপজেলার জাদুরাণী বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়নের বার্তা ও অনুদান প্রদান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। যেন কোনোভাবেই এই নির্বাচন তারা (বিএনপি-জামায়াত) বানচাল করতে না পারে। যদি বানচাল করতে পারে, তাহলে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদূর এগিয়ে নিয়ে গেছেন, তার থেকে বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে নিয়ে যাবে। আমরা পেছনের দিকে ফিরে যেতে চাই না। তাই আমারা প্রধানমন্ত্রীর হাত ধরে সুখী, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

Thakurgaon1
ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১৫ লক্ষ টাকা অনুদান হস্তান্তরের একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল

জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, স্মার্ট বাংলাদেশ পেতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ সময় নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানানোর পাশাপাশি পুনরায় নির্বাচিত হলে হরিপুর উপজেলার অসমাপ্ত কাজগুলো আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আওয়ামী লীগের আমলে হরিপুর উপজেলাজুড়ে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম ও দলীয় নেতাকর্মীদের পরামর্শে এই উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও কীভাবে বেশি উন্নয়ন হবে ও উন্নয়নের পরিকল্পনাকে বাস্তবায়ন করা যায়, তা চাই আমরা। এ জন্য আপনারদের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দেবেন ও নৌকার ভোট সংগ্রহ করবেন। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক জিয়ার বিএনপিকে বয়কট করবেন।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগ

পরে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১৫ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর