রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গলাচিপায় বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে বজ্রপাতে হাবিবা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পারে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


হাবিবা বেগম ওই ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের ফকির বাড়ির মো. রুহুল আমিনের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন তিনি বলেন, দুপুরে বৃষ্টির সময় পুকুর পারে আশ্রয় নিয়েছিল ওই নারী। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর