রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্রাম পুলিশ বেশি সেবা দিয়ে কম বেতন পান: এমপি নয়ন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

গ্রাম পুলিশ বেশি সেবা দিয়ে কম বেতন পান: এমপি নয়ন

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলছেন, আমাদের দেশের গ্রাম-পুলিশ সদস্যরা, যেভাবে রাতদিন জেগে থেকে সেবা দিয়ে যাচ্ছে। ওই তুলনামূলক তাদের বেতন-ভাতা অনেক কম।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি সর্ববৃহৎ সুশৃঙ্খলবাহিনী। এ বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তায় যেমন অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


বুধবার (৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে শহরের টাউন হল মিলনায়তনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নয়ন এসব কথা বলেন।

Lokkhipur

এমপি নয়ন আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাত জেগে থেকে গ্রাম-মহল্লা পাহারা দিচ্ছে। বিভিন্ন দিবসে তারা জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন করেছে। নির্বাচন ও বিভিন্ন অনুষ্ঠানে ঝুঁকির মধ্য দিয়ে পেশাদারিত্ব পালন করে যাচ্ছে।

আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার সাক্ষাৎ করা কথা রয়েছে। সেখানে আমি গ্রাম-পুলিশের বেতন-ভাতার বিষয়ে আলোচনা করব। যেহেতু আমি সংসদ সদস্য। সুযোগ করে সংসদেও গ্রাম-পুলিশের বিষয়টি উপস্থাপন করব।


বিজ্ঞাপন


এর আগে দুপুর ১২টার দিকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন এমপি নয়ন। পরে মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

Lokkhipur-4

লক্ষ্মীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সোহাগ পারভেজের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবির ও রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়ন (বিভিএমএস) পরিচালক রোকসানা বেগমসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ৪৭ জন আনসারকে ও ভিডিপি সদস্যর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বাইসাইকেল, ২ জনকে সেলাই মেশিন ও ৩০ জনকে ছাতা প্রদান করা হয়। এছাড়া আগত সকল আনসার ও ভিডিপি সদস্যদেরকে মগ দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর