সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতিবাদ করায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ২ 

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১১:০৭ এএম

শেয়ার করুন:

প্রতিবাদ করায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ২ 

 নোয়াখালীর চাটখিলে পথ বন্ধ করে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সাখাওয়াত উল্লাহ (৫৫) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজন অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরি মার্কেটে এ ঘটনা ঘটে। 

নিহত সাখাওয়াত উল্লাহ উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজভাওর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। 

গ্রেফতাররা হলেন—চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালিমাদিঘীর পাড় এলাকার মৃত নবীর ছেলে রাজু (২৫) ও সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকার চৌধুরী বাড়িত আকবত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২০)।

আরও পড়ুন >> নোয়াখালীতে কারাগারে কলম দিয়ে কয়েদির চোখে হাজতির আঘাত 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরি মার্কেট এলাকায় পৌঁছে দেখেন কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলোভাবে রাখা আছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সাখাওয়াত গাড়ি থামিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় তিনি অটোরিকশাচালক রাজুর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজুসহ তার দুই বন্ধু জাহাঙ্গীর ও মুন্না সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন >> দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসআইসহ নিহত ২

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করা হয়েছে। তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্ততি চলছে।  

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর