দিনাজপুরের বিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজবাজার পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন– জহুরুল ইসলাম এবং সুজন হোসেন। নিহত জহুরুল ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে। তিনি পুলিশের ডিএসবি শাখায় এসআই পদে নীলফামারীর জলঢাকা থানায় কর্মরত। সুজন একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মাথা এবং শরীরের বিভিন্ন স্থান থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রাতে নীলফামারী এলাকা থেকে একটি বাস বিয়ে হওয়া কনেকে আনতে রাজশাহীতে যাচ্ছিল। আদালতে মামলার সাক্ষ্য দিয়ে একইসময় রাজশাহী থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন দুইজন। কলেজবাজার এলাকায় পৌঁছার পর যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এমআর

