টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে সাদিকুল ইসলাম (৩২) নামে এক মাইক্রোচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সাদিকুল ওই এলাকার আফসার আলীর ছেলে ও পেশায় একজন মাইক্রোচালক।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় বড় ভাই শফিকুল ইসলামের সঙ্গে ছোট ভাই সাদিকুল ইসলামের টাকা-পয়সা ধার দেওয়া নিয়ে মারামারি হয়। ওই সময় উত্তেজিত হয়ে সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করেন শফিকুল। পরে গুরুতর আহতাবস্থায় পরিবারের লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আইএইচ

