বগুড়ায় মো. মিলন হোসেন নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরতলীর ঝোপগাড়ী বিশ্বরোড এলাকার দোয়েল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত মিলন বগুড়া সদরের দক্ষিণ ঝোপগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাত কয়েকজন ধারালো চাকু দিয়ে মিলন হোসেনের উপর হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
হামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান ঢাকা মেইলকে জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে- ব্যবসায়িক বিরোধ নিয়ে চাচাত ভাই মিলনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।
প্রতিনিধি/আইএইচ

