ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের হাঁসাড়া এলাকায় ঢাকামুখী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই মারা যায়।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম মনির হোসেন। তিনি শরীয়তপুরের নড়িয়া এলাকার রফিক সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে রাত পৌনে দু’টার দিকে মহাসড়কের একই এলাকায় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঈমন ও শুভ্রত নামে দু’জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং নিহতের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস