রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাহাড় থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ এএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানের আলীকদমে সড়কের কাজ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে পারভেজ মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ১৭ ইসিবি সীমান্ত সড়কে এঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পারভেজ মিয়া (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রেজাউল চৌধুরী বাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী ১৭ ইসিবি সীমান্ত এলাকায় সড়কের কাজ করছিলেন মোহাম্মদ পারভেজ মিয়া। কাজ করার এক পর্যায়ে পা পিছলে পাহাড়ের খাদে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পারভেজ মিয়ার মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর